সাদিয়ার ভাবনা
হে বোন ! তুমি মনে রেখো , যে ছেলেকে এক পলক চোখের দেখায় অথবা তোমার পেছনে কিছুদিন ঘোরাঘুরি করার কারণে অবৈধ এই নোংরা প্রেমলীলায় লিপ্ত হয়েছ , সে তোমার কল্যাণ চায় এটা তুমি কস্মিনকালেও ভেবো না । যদি সে তোমার কল্যাণ চাইত , তাহলে সে এই অবৈধ পন্থা অবলম্বন করত না । সে তোমাকে শুধু ভোগ করতে চায় । তোমার থেকে সে তোমার মূল্যবান সম্পদ কেড়ে নিতে চায় । সে হয়ত আজ তোমাকে দেখে তোমার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ভালোবাসার নামে এই অসভ্যতায় লিপ্ত হয়েছে ; কিন্তু তুমি কি বুকে হাত রেখে এই কথা বলতে পারবে যে , আগামীকাল সে তোমার চেয়ে বেশী সুন্দরী কাউকে দেখলে তার সাথে এই নোংরা প্রেমখেলায় লিপ্ত হবে না ?
পারবে না তুমি একথা বলতে । যদিও তুমি আবেগের বশীভূত হয়ে বলে ফেল ; কিন্তু তোমার চারপাশে এরূপ হাজারো প্রমাণ বিদ্যমান রয়েছে যে , তোমার মতো শত-সহস্র মেয়ে প্রেমের এই ফাঁদে পা দিয়ে। দু-দিনের মুখচেনা সেই ছেলেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। পরবর্তী কালে সেই ছেলেই তাদের কাছ থেকে ইজ্জত নামক মহামূল্যবান সম্পদটি কেড়ে নিয়ে অন্য আরেকটি শিকারির তালাশে তাদের কাছ থেকে দূরে সরে গেছে। ফলে প্রেম নামক এই ভাইরাস তোমার মতো হাজারো মেয়ের প্রস্ফুটিত ফুলের ন্যায় এই জীবনটাকে গ্রাস করে ফেলেছে। তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। কারণ, নোংরা এই প্রেমের শেষ পরিণতিই হচ্ছে ব্যভিচার, যার প্রতিফল হিসেবে তারা পেয়েছে চোখ দিয়ে বেয়ে পড়া কয়েক ফোঁটা নোনা অশ্রু , যা তাদের মুক্তার মতো ঝলমলে জীবনটাকে ডাষ্টবিনের আবর্জনায় পরিণত করেছে । তাদের ধ্বংসস্তূপে পরিণত করেছে।
বিস্তারিত জানতে পড়ুন- সাদিয়ার ভাবনা।
বইয়ের নাম | সাদিয়ার ভাবনা |
---|---|
লেখক | ছানাউল্লাহ |
প্রকাশনী | আহবান প্রকাশনী |
সংস্করণ | ২য় প্রকাশ, ২০২১ |
পৃষ্ঠা সংখ্যা | 96 |
ভাষা | বাংলা |