সুপ্রভাত বইঘর সংবাদ
হোম পেজ সুপ্রভাত বইঘর সংবাদ ‘শব্দের সৌরভ শব্দের সানাই’ বইয়ের মোড়ক উন্মোচন
‘শব্দের সৌরভ শব্দের সানাই’ বইয়ের মোড়ক উন্মোচন
বরেণ্য লেখক, অনুবাদক ও বহু গ্রন্থপ্রণেতা মুহাম্মদ যাইনুল আবিদীন লিখিত ‘শব্দের সৌরভ শব্দের সানাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৬ অগাস্ট বুধবার, বিকেল চারটায় রাজধানীর বাংলাবাজারস্থ কওমী মার্কেটের তৃতীয় তলায় মেশক প্রকাশনের আউটলেটে গ্রন্থটির মোড়ক ও পাঠ উন্মোচন হয়।
পাঠ উন্মোচন করেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর।
মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন, মুহাদ্দিস, মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর ও ঔপন্যাসিক সমর ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসউদুল কাদির, শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, লেখক-অনুবাদক আবুল ফাতাহ কাসেমীসহ আরও অনেকে।
বইয়ের লিংক: শব্দের সৌরভ শব্দের সানাই