বই : মক্কার দুলাল

মূল্য :   Tk. 360.0   Tk. 216.0 (40.0% ছাড়)
   
অভিজাত প্রকাশনী মাকতাবাতুল আশরাফ কতৃক সদ্য প্রকাশিত শিশুদের উপযোগী করে সহজ ও সরল ভাষায় রচিত 'মক্কার দুলাল' বইয়ে প্রিয়নবী হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কথা লেখক তোলে ধরেছেন। বইটির লেখক আতাউর রহমান আলহাদীর ভাষায়- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ– এ প্রবাদের মর্ম আমাদের জানা। আজ যারা শিশু আগামী দিনে তারা বড় হবে। বড় হয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি হবে। যেমন আমরা একসময় শিশু ছিলাম, আজ বড় হয়েছি। অনুরূপভাবে আমাদের পূর্ববর্তীগণ শিশু থেকে ধীরে ধীরে বড় হয়ে বিশ্বসভায় অবদান রেখে পৃথিবী থেকে চলে গেছেন। একইভাবে আজকের শিশুরা বড় হয়ে সমাজসেবায় অবদান রাখবে। দেশ ও বিশ্ব চালনায় নেতৃত্ব দেবে। কিন্তু নির্মম সত্য হলো, সকল শিশু সঠিকভাবে বিকশিত হতে পারে না। সঠিক দিক্‌নির্দেশনা ও উপযুক্ত অনুশীলের অভাবে অনেক শিশু চিরদিন শিশুই থেকে যায়। তারা সমাজ পরিচালনায় উপযোগী ভূমিকা রাখতে পারে না। উল্টো কেউ কেউ বিগড়ে গিয়ে সমাজকে কলুষিত করে। অনেক অভিভাবক শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হন। শিশুকে কী পড়াবেন, কীভাবে পড়াবেন, তা ভেবে পান না। তাদের উদ্দেশ্যে আমি বলবো, শিশুরা যদি শিশুকাল থেকেই প্রিয়নবী সা.-এর জীবনাদর্শ জানতে ও বুঝতে পারে, তাহলে নিশ্চয় তাদের জীবনও অনুপম সুন্দর ও অনন্য মহিমায় উজ্জ্বল হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জীবনাদর্শ পাঠের মাধ্যমে শুরু হোক আপনার শিশুর জীবন চলা। আপনার শিশু বেড়ে উঠুক এক মহামানবের আদর্শের উপর।
বইয়ের নাম মক্কার দুলাল
লেখক আতাউর রহমান আলহাদী  
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
সংস্করণ 1 2022
পৃষ্ঠা সংখ্যা
ভাষা বাংলা

আতাউর রহমান আলহাদী