ইয়ারমুক
শাম বিজয়। ইসলামের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নবিজির ইন্তেকালের পর রিদ্দাহ’র যুদ্ধ-শেষে খলিফা আবু বকর রা. প্রথমেই অভিযান পরিচালনা করেন শাম অঞ্চলে। আবু উবায়দা, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, আমর ইবনে আস ও শুরাহবিল ইবনে হাসানা রা. প্রমুখ সাহাবিদের নেতৃত্বাধীন চতুর্মুখী বাহিনী। সঙ্গে ইরাক থেকে যোগ দেন আল্লাহর তরবারি ‘সাইফুল্লাহ’ খালিদ ইবনে ওয়ালিদ। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর একটি সাম্রাজ্যের সাথে উদীয়মান ইসলামি খেলাফতের অসম লড়াই।
এই সিরিজ যুদ্ধ ও শহর বিজয়ের সবচেয়ে বৃহৎ ও কার্যকরী অভিযান হল ইয়ারমুক যুদ্ধ৷ রোমান সাম্রাজ্যের বুক এফোড়ওফোড় করে দেওয়া এক লড়াই। বীরত্ব আর সাহসিকতা দিয়ে বিশ্বকে চমকে দেওয়া মুসলিম বাহিনীর আবির্ভাব। দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসের এই গৌরবজনক অধ্যায় নিয়ে আমাদের জানাশোনা কম। এই শূন্যতা পূরণের লক্ষ্যে কলম ধরেছেন মাহমুদ সিদ্দিকী৷ অস্ত্রের ঝনঝনানি আর যোদ্ধাদের চিৎকারের মাঝে তুলে ধরেছেন শাম বিজয়ের বিস্তারিত চিত্র; ইয়ারমুক ময়দানের পরিস্থিতি। বিবরণ দিয়েছেন খুঁটিনাটি সবকিছুর। বোধকরি, শাম অঞ্চলে মুসলিম বিজয়ের ইতিহাস নিয়ে বাংলায় এটি প্রথম মৌলিক বই। ইয়ারমুক : শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা সচেতন ও অনুসন্ধানী পাঠকের মন জুড়াবে।
বইয়ের নাম | ইয়ারমুক |
---|---|
লেখক | মাহমুদ সিদ্দিকী |
প্রকাশনী | পুনরায় প্রকাশন |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২৩ |
পৃষ্ঠা সংখ্যা | 160 |
ভাষা | বাংলা |