মার্কেটিং ক্র্যাশবুক
নিজের বিজনেস পরিচালনা করতে সঠিক গাইডলাইনের অভাবে আমি কিছু ভুল করি। এগুলো থেকে শিক্ষা নিয়ে যখন এ্যাজেন্সি দিলাম, দেখলাম আমার মতো আরও অনেক উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ী একই সমস্যায় ভুগছেন। অনলাইনে বিজনেস করতে অনেকেই নামেন বা কয়েকটা কোর্স করে এ্যাজেন্সি দেন। কিন্তু বিজনেস সম্পর্কে আইডিয়া না থাকার কারণে দেখা যায় মার্কেটিং লাইনে বা পরিপূর্ণ প্ল্যানিং না থাকায় এগুলো সাস্টেইন করা কঠিন হয়ে যায়।
একটি উদাহরণ দিলে বলা যায়, অনেকেই এখন ফেসবুক মার্কেটিংকে শুধু বুস্ট ভাবেন। কিন্তু একটা মার্কেটিং ও বিজনেসে ফানেলিং কীভাবে করতে হয়, কী কারণে সব পোস্ট দিলেই বুস্ট করা উচিত নয় এগুলো অনেকেই জানে না। ফলশ্রুতিতে একটা গ্যাপ থেকে যায়। আমার এই বইয়ে আশা করি এই গ্যাপটা ফিলাপ হয়ে যাবে এবং কেউ বিজনেসে থাকুক বা মার্কেটিং ক্যারিয়ারে, তার জন্য এটা সলিড ফাউন্ডেশন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
বইয়ের নাম | মার্কেটিং ক্র্যাশবুক |
---|---|
লেখক | এস এম আকিব মুরশেদ |
প্রকাশনী | ঘাসফুল |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২২ |
পৃষ্ঠা সংখ্যা | 128 |
ভাষা | বাংলা |